ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মার্কিনীদের স্বপ্ন পূরণে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প

প্রকাশিত : ১৫:৩৩, ২১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩৩, ২১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই ওবামা কেয়ার বাতিল করেলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই  প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন তিনি। এর আগে অভিষেক ভাষণে যুক্তরাষ্ট্রকে সবার আগে রেখে মার্কিনীদের স্বপ্ন পূরণে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নতুন প্রেসিডেন্ট। শপথের দিন ওয়াশিংটনে বিক্ষোভ করে ট্রাম্পবিরোধীরা। আটক করা হয় দুশ’রও বেশি বিক্ষোভকারীকে। ব্যস্ত সূচিতে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনটি পার করছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টা পরই প্রতিশ্র“তি অনুযায়ি ওবামাকেয়ার আইনগতভাবে বাতিলে নির্বাহী আদেশে সই করেন তিনি। এর ফলে বহু মানুষ স্বাস্থ্যবীমা হারাতে পারেন। প্রথম দিনই ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে জেনারেল জেমস ম্যাথিস ও স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে জেনারেল জন এফ কেলিকে দায়িত্ব দেয় মার্কিন সিনেট। এর আগে ক্যাপিটল হিলে শপথ গ্রহণের পর অভিষেক ভাষণে বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রকে জয়ের ধারায় এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অভিবাসন নীতি, চাকরি, শিক্ষা, উন্নয়ন সবক্ষেত্রে মার্কিনীদের সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট। তিনি বলেন, অন্য দেশের জন্য সাহায্য অনেক হয়েছে, এবার নিজেদের স্বপ্ন পূরণে কাজ করতে হবে। সীমান্তে দেয়াল নির্মাণ, সেনাবাহিনী থেকে শুরু করে বিনিয়োগ, উৎপাদন ব্যবস্থা, দারিদ্র নিরসনে দেশকে সবার আগে রাখা হবে বলেও জানান ট্রাম্প। দেশের উৎপাদন ব্যবস্থা সচল রেখে চাকরির ক্ষেত্রে মার্কিনীদের সবার ওপরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোটকে আরো শক্তিশালি করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষসহ বেশকিছু স্থানে ভাংচুরের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ডিসি থেকে দুই শ’রও বেশি ট্রাম্প বিরোধীকে আটক করেছে পুলিশ। শুধু যুক্তরাষ্ট্রেই নয় মেক্সিকো, অস্ট্রেলিয়া, ভারত ও ইরাকসহ বেশ কিছু দেশেও বিক্ষোভ করেছে ট্রাম্পবিরোধীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি