মালাগার সাথে ১-১ গোলে ড্র করলো ওসাসুনা
প্রকাশিত : ০৯:৪২, ২৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪২, ২৮ জানুয়ারি ২০১৭
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় মালাগার সাথে ১-১ গোলে ড্র করলো ওসাসুনা।
প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল। প্রথমার্ধ ছিলো গোল শূণ্য। দ্বিতীয়ার্ধের প্রথমে এগিয়ে যায় ঘরের মাঠে খেলতে থাকা ওসাসুনা। ৭৬ মিনিটে দলের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার গোড়ান কাউসিক। এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি তারা। এর তিন মিনিট পরেই গোল করে দলকে সমতায় ফেরান মিডফিল্ডার কামাচো। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ এ ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। ২০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে রয়েছে মালাগা। আর সমান ম্যাচে ১০ পয়েন্টে ওসাসুনা রয়েছে ১৯ নম্বরে।
আরও পড়ুন