ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মাশরাফী বললেন ‘এটি সত্য নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ২৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাস থেকে সেরে ওঠার খবর অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আক্রান্ত হওয়ার পর তিনি এখনও দ্বিতীয়বার টেস্ট করান নি।

মাশরাফী তার ফেসবুক দেওয়া এক স্ট্যটাসে উল্লেখ করেন, “বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়।”

তিনি লেখেন, “এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছে আছে।”

মাশরাফী আরো লিখেছেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। তার বড় কোনো শারীরিক সমস্যা নেই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।”

এর আগে গত ২০ জুন হঠাৎ করেই ভক্তদের চমকে দিয়ে খবর আসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। পরে তিনি নিজেও ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ ব্যাপারে নিশ্চিত করেন। এরপর থেকেই তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি