ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

মিনারের পাশে লাইব্রেরিসহ ভাষা জাদুঘর নির্মাণ করা হয়নি

প্রকাশিত : ১০:১৪, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৪, ৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

উচ্চ আদালতের রায়ের পর কেটে গেছে পাঁচ বছর। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এখন পর্যন্ত লাইব্রেরিসহ ভাষা জাদুঘর নির্মাণ করা হয়নি। বাস্তবায়িত হয়নি ভাষা আন্দোলনের ইতিহাস সন্নিবেশ করে বাংলা ও ইংরেজি ভাষায় ব্র“শিয়ার প্রকাশের নির্দেশনাও। শহীদ মিনার বাঙালীর সংগ্রামের প্রতীক, সৃষ্টির প্রতীক। শহীদ মিনার পুরনো রাষ্ট্র- সমাজ ভেঙ্গে নতুন রাষ্ট্র ও সমাজ গড়ার প্রতীক। এমন মন্তব্য করে দেশের উচ্চ আদালত ২০১০ সালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে লাইব্রেরি ও ভাষা জাদুঘর প্রতিষ্ঠাসহ ৮ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। আর, রায় বাস্তবায়ন না করায় সরকারকে আদালত অবমাননার অভিযোগের মুখোমুখিও হতে হয়েছে। রায়ে ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে জাদুঘর নির্মাণের জন্য পূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছিল। এ’ ব্যাপারে দৃশ্যমান কোন অগ্রগতি চোখে না পড়লেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, ভাষা জাদুঘর নির্মাণ করা হবে। ভাষা সৈনিকদের স্মরণে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা, ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষায় জনস্বার্থে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ হাইকোর্টে ২০১০ সালে রিট করে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি