ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

মিরপুরে ডিবির পরিদর্শক নিহতের ঘটনায় মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:১৬, ২২ মার্চ ২০১৮

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের গুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. জালালউদ্দিন নিহতের ঘটনায় মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ডিবির এসআই শামীম আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় মামলাটি করেছেন। মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার এসআই আলমগীর।

উল্লেখ্য, সোমবার দিবাগত গভীর রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পরিদর্শক জালালউদ্দিনসহ দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে রাত ২টার দিকে জালালউদ্দিন মারা যান।

নিহত পুলিশ পরিদর্শক মো. জালালউদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জে। তিনি ১৯৮৯ সালে কনস্টেবল পদে যোগদান করেন। এরপর এএসআই ও এসআই এবং সর্বশেষ দু`মাস আগে পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগ দেন।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি