ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ষ্টেশন সড়কের একমাত্র সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারপরেও এই সেতু দিয়ে প্রতিদিন উপজেলা খাদ্য গুদামের গাড়িসহ সব ধরনের যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা জানান, ব্রীজের উপরের ছাদ ভেঙ্গে বড় একটি গর্ত সৃষ্টি হয়েছে। এছাড় গার্ডারের পলেস্তারা খসে পড়ছে। ভেঙে গেছে সেতুর রেলিংও। 

৫০ ফুট দৈর্ঘ এবং ১৮ ফুট প্রস্থের সেতুটি স্বাধীনতার আগে নির্মিত, যেকারণে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।  

মিরসরাই ষ্টেশন সড়কটি কিছুদিন আগে সংস্কার করা হলেও ঝুঁকিপূর্ণ ব্রীজটি নির্মাণে কোনো উদ্যোগ নেয়া হয়নি। যেকারণে  ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

সেতু সংলগ্ন সড়কটি দিয়ে মিরসরাই রেলওয়ে ষ্টেশন, উপজেলা খাদ্য গুদাম,  বিসিক শিল্প নগরীতে যাতায়াত করা হয়। এছাড়া উত্তর তালবাড়ীয়া গ্রামের প্রায় ৬ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। 
এসবি/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি