ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মিয়ানমারে এনএলডি-র আইনি পরামর্শক আততায়ীর গুলিতে নিহত

প্রকাশিত : ০৯:৪৬, ৩০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৭, ৩০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আততায়ীর গুলিতে খুন হয়েছেন মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি-র আইনি পরামর্শক কো-নি। তিনি দেশটির শীর্ষস্থানীয় মুসলিম আইজীবী ছিলেন। রোববার বিকেলে ইন্দ্রেনেশিয়া সফর শেষে দেশে ফেরার পর ইয়াংগুন আর্ন্তজাতিক বিমানবন্দরের কারপার্কিংয়ে আততায়ীর গুলিতে নিহত হন মিয়ানমারের সংবিধান সংশোধনীর সাথে যুক্ত এই আইনজীবী। কো নির হত্যার সন্দেহভাজন হিসেবে কাই লিন নামে একজনকে আটক করা হয়েছে। জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র‍্যাপোটিয়ের ইয়াংঘি লি এই হত্যাকান্ডের নিন্দা জানিয়েছে। এক টুইট বার্তায় তিনি দেশটির সবচেয়ে বিখ্যাত ও সম্মানিত মুসলিম আইনজীবী হত্যায় জড়িতদের বিচারেরও দাবি জানান।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি