ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মুক্তিযুদ্ধের সপক্ষে ড. কামালদের ফিরে আসার আহ্বান নাসিমের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২১:৪৯, ১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর আদর্শপ্রেমী ও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হিসেবে বিএনপি-জামায়াতের সঙ্গ ত্যাগ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসতে ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী এবং আ স ম আবদুর রবের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার বিকালে রাজধানীর শাহবাগে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এখনও সময় আছে ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, রব সাহেবরা জামায়াত-বিএনপির সঙ্গে সম্পর্ক শেষ করে মুক্তিযুদ্ধের সশক্তির কাছে ফিরে আসার। কী কারণে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে জোট করেছেন? শুধু এমপি হওয়ার জন্য! আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, নিজেরাও মুক্তিযুদ্ধ করেছেন, তাই আপনাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসার আহ্বান জানাবো।

তিনি বলেন, এবারে নির্বাচনে ভোটের লড়াই হবে চূড়ান্ত লড়াই। বিএনপি একসময় বলেছিলো, শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না। অথচ এখন বিএনপি-জামায়াত নাকে খত দিয়ে নির্বাচনে এসেছে। এখন তারাই বলছেন আওয়ামী লীগ পরাজিত হবে! তাদের বলে রাখতে চাই আওয়ামী লীগ কখনও পরাজিত হয় না। এবার সারাদেশে ভোটের বিপ্লব হবে, নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। আমরা এমন বিপ্লব করবো বিএনপিকে খুঁজেও পাওয়া যাবে না!’

বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে ১৪ দলের এ মুখপাত্র বলেন, এখনও সময় আছে জামায়াতের সঙ্গ ত্যাগ করে মুক্তিযুদ্ধের সপক্ষে ফিরে আসার। আর না হলে এমন সময় আসবে মানুষের সামনে দাঁড়াতে পারবেন না।

তিনি আরও বলেন, খেলায় মেসি গোল মিস করতে পারে, নেইমার গোল মিস করতে পারে কিন্তু শেখ হাসিনা গোল মিস করবে না।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি