মুক্তিযোদ্ধা কল্যাণ টাস্ট্রের ৩২টি শিল্প প্রতিষ্ঠানের প্রায় সবগুলোই ধ্বংস
প্রকাশিত : ১১:৫৬, ২২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:৫৬, ২২ অক্টোবর ২০১৬
সীমাহীন দুর্নীতি, কর্মকর্তাদের অদক্ষতা আর গাফিলতিতে মুক্তিযোদ্ধা কল্যাণ টাস্ট্রের ৩২টি শিল্প প্রতিষ্ঠানের প্রায় সবগুলোই ধ্বংস হয়ে গেছে। যেগুলো টিকে আছে সেগুলোও বন্ধ হওয়ার পথে। সরকারি হাট বাজার ইজারার নির্ধারিত অর্থ মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করার কথা থাকলেও ব্যয় করা হচ্ছে অন্য খাতে। এছাড়া, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থায় কোটি কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে।
স্বাধীনতার পর বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের কল্যাণে গঠিত, মুক্তিযোদ্ধা কল্যাণ টাস্ট্রের ৩২ টি প্রতিষ্ঠানের বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। কর্মকার্তাদের দুর্নীতি, অদক্ষাতায় কোটি কোটি টাকা লোকসান দেখিয়ে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে বলে অভিযোগ এর কর্মচারীদের।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী সরকারি হাট বাজার ইজারার নির্ধারিত অর্থের অর্ধেক মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করার কথা থাকলেও কেন্দ্রীয় সংসদ করছে উল্লোটা। অন্য খাতে ব্যয় হচ্ছে এসব অর্থ। যা স্বীকার করলেন সংসদের নেতারাও।
তবে, মন্ত্রনালয়ের নীতিমালার তোয়াক্কা করছে না কামান্ড কাউন্সিলের চেয়ারম্যান। তিনি জানান নীতিমালা নতুন করে তৈরী হলেও আগের নীতিমালা অনুযায়ী খরচ করছেন তারা।
এদিকে, সাধারণ মুক্তিযোদ্ধদের কল্যাণে গঠিত মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার টাকা নিয়ে অত্মগোপনে গেছেন এর মহাসচিব হবিবুর রহমান। এ অভিযোগ সদস্যদের।
এসব বিষয়ে মক্তিযুদ্ধো বিষয়ক মন্ত্রী বলেন, বিষয়গুলো তার নজরে এসছে। বিভিন্ন বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া ভুয়া সনদ দিয়ে এখনও সরকারি চাকরীতে রয়েছেন কয়েকজন উচ্চ পদস্ত কর্মকর্তা।
আরও পড়ুন