মেডিকেলে ভর্তি পরীক্ষা আজ
প্রকাশিত : ০৯:২১, ৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৪৮, ৫ অক্টোবর ২০১৮
মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সারাদেশে একযোগে এ পরীক্ষা চলবে। এবার এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬৫ হাজার ৯১৯ শিক্ষার্থী।
সূত্র জানিয়েছে, মেডিকেল কলেজের অধ্যক্ষ অথবা তাদের প্রতিনিধি, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। সিলগালা করা প্রশ্নপত্রের প্রতিটি ট্রাঙ্ক অধিদফতর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাকিং করা হচ্ছে। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রশ্নপত্র সরকারি ট্রেজারি থেকে কেন্দ্রে পৌঁছানো হবে।
রাজধানীর পাঁচটি কেন্দ্র ছাড়াও বিভাগীয় ও জেলা শহরের ১৪ কেন্দ্রের ৩৪টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৩৬টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৬৮ জন এবং বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ২৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
একে//










