ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মেডিকেলে ভর্তিতে নম্বর কাটার সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:০৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নম্বর কেটের নেওয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী একইসঙ্গে নম্বর কেটে নেওয়া কেন অবৈধ নয় তাও জানতে চাওয়া হয়েছে রুলে

রিটে বিবাদী করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার এ রিট আবেদন করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। তিনি জানান, সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

তিনি বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষা যে নম্বর কাটার কথা বলা হয়েছে তা ২০১০ সালের মেডিকেল কাউন্সিল ৫ (৫) ধারা এবং জাতীয় শিক্ষা ২০১০ এর লঙ্গন।

 

//আর//এআর

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি