ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মেহেরপুরে চলছে সমলয় পদ্ধতির ধান চাষ (ভিডিও)

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২২

মেহেরপুরে কৃষিকে আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণে প্রণোদনা কর্মসুচির আওতায় বোরো ধান রোপণ কার্যক্রম শুরু হয়েছে। খরচ কমাতে কৃষিবিভাগের সমলয় পদ্ধতির বীজতলা, ধান রোপণ ও কর্তনে বেশ আগ্রহী চাষীরা। 
 
সদর উপজেলার নবীনগর মাঠে যন্ত্রের সাহায্যে পরীক্ষামূলক বোরো ধান রোপণ করা হচ্ছে।

ধান রোপণের ১৮ দিন আগে ৪শ’ কেজি উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সাড়ে ৪ হাজার ট্রেতে স্থাপন করা হয়। ওই বীজতলার চারা দিয়ে ৫০ একর জমিতে ধান রোপণ করা হচ্ছে। কুয়াশা থেকে বাঁচাতে রাতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়া হয়, আবার দেয়া হয় রোদে।

এক কৃষক জানান, ‘আগে চারা দিতাম, আমরা ১৫শ’ টাকা খরচ করতাম। এখন এই পদ্ধতির চাষে ৫-৬শ’ টাকা খরচ হচ্ছে। চারাও হয়েছে ভাল।’

কৃষকরা বলছেন, প্রচলিত উপায়ে চাষাবাদে আগে বিঘাপ্রতি খরচ হতো ১২ থেকে ১৩ হাজার টাকা। সমলয় পদ্ধতিতে খরচ হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা।

কৃষক জানান, ‘মেশিনে ধান লাগাচ্ছি, চারাটা দাঁড়িয়ে থাকছে। লেবারদের দিয়ে সাড়ি সাড়ি হয় না কিন্তু এটা দিয়ে এতো সুন্দর সাড়ি সাড়ি হচ্ছে যে আশা করা যায় আমরা ভালো ফলন পাব।’

সরকারের যুগোপযোগি সিদ্ধান্তে মেহেরপুরে চলছে সমলয় পদ্ধতির ধান চাষ। অল্প জমিতে বেশি ফলন পেতে কৃষিকে করা হচ্ছে যান্ত্রিকীকরণ। 

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ বলেন, ‘বর্তমান সরকারের উদ্দেশ্য যেহেতু জমির পরিমাণ কমে যাচ্ছে সুতরাং এই অল্প জমিতে আধুনিক কৃষি পদ্ধতির ছোঁয়া লাগিয়ে যাতে উৎপাদন বাড়ান যায়। সেই লক্ষ্যে আমরা এই যান্ত্রিকীকরণ পদ্ধতি গত বছর থেকে শুরু করি এবং আগামীতে এই পদ্ধতি যাতে কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভিন বলেন, ‘৩৪ দিনের বয়সের চারা যন্ত্রের মাধ্যমে রোপণ করা হচ্ছে। কৃষি বান্ধব সরকারের এই যুগোপযোগী সিদ্ধান্তে সমলয় চাষাবাদ হচ্ছে।’

অল্প খরচে সমলয় পদ্ধতির ধান চাষ সারাদেশে ছড়িয়ে দেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি