ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মেহেরপুরে ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে ভুগছেন একই পরিবারের ৩জন

প্রকাশিত : ১২:২৪, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:২৫, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মেহেরপুরে একই পরিবারের তিনজন দুরারোগ্য ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে ভুগছেন। দুই ছেলে ও নাতির চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন ফল ব্যবসায়ী তোফাজ্জল। স্থানীয় ডাক্তাররাও জানিয়ে দিয়েছেন, জটিল এ রোগের চিকিৎসা দেশে নেই। চোখের সামনে ছেলেদের পঙ্গু হয়ে যেতে দেখে পুরো পরিবারটিই দিশেহারা। নিষ্ঠুর শোনালেও চোখের সামনে ছেলেদের কষ্ট দেখে মৃত্যু কামণা করছেন বাবা-মা। ২৪ বছর বয়সী আব্দুস সবুর, স্বপ্ন ছিলো ডাক্তার হওয়ার। দুরারোগ্য ব্যাধি থামিয়ে দিয়েছে সবুরের পথচলা। আট বছর বয়সে হঠাৎই অচল হয়ে যায় দুটি পা। ধীরে ধীরে অচল হয়ে পড়ছে সবুরের শরীরের বাকি অঙ্গগুলোও। একই অবস্থা তার ছোট ভাই রায়হান ও ভাগ্নে সৌরভের। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, ডুসিনি মাসকুলার ডিসট্রোফি নামের জটিল এই রোগের চিকিৎসা বাংলাদেশে নেই। জন্মের পর বোঝা না গেলেও বড় হওয়ার সাথে সাথে আক্রান্ত রোগীর শরীরের মাংসপেশী জমাট বেঁধে চলাফেরা বন্ধ হয়ে যায়। এক সময় বাকশক্তিও হারায় রোগীরা। নষ্ট হয়ে যায় শরীরের ভেতরের অঙ্গগুলোও। দুই ছেলে ও নাতির চিকিৎসা করিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ফল বিক্রেতা তোফাজ্জেল হোসেন। নিজের সর্বস্ব দিয়ে সন্তানদের চিকিৎসা করাচ্ছেন তিনি। নিজের অসাহায় অবস্থার কথা জানিয়েছেন জেলা প্রশাসককে। চিঠি পেয়ে এরইমধ্যে তাদের সহায়তায় প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছে প্রশাসন। এদিকে তাদের চিকিৎসায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। রোগীদের দেখতে রোববার তাদের বাড়িতে যান দলের সদস্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি