ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মেহেরপুরে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' তিন ডাকাত নিহত

প্রকাশিত : ১০:৫০, ৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৫০, ৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনী উপজেলার মঠমরা গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে। সোমবর মধ্যরাতের দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে গাংনীর মঠমরা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাত দল পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে তিন ডাকাতের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে নিহত ডাকাতদের পরিচয় নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি