ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

মেহেরপুরের পাট চাষিরা কাঙ্খিত মূল্য থেকে বঞ্চিত

প্রকাশিত : ১১:৩৩, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩৩, ৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

পানি সংকট আর কাঁদামাটি দিয়ে পাটজাগ দেয়ার কারণে কাঙ্খিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে মেহেরপুরের পাট চাষিরা। উত্তর ও দক্ষিণ বঙ্গের পাটের মূল্য থেকে মন প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা কম পাচ্ছেন তারা। এতে লোকসানে পড়তে হবে জেলার কৃষকদের। ক্ষতির হাত থেকে বাঁচতে রিবন রেটিং পদ্ধতিসহ উন্মুক্ত জলাশয়ে পাট পচানোর পরামর্শ কৃষি বিভাগের। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকেরা। পুকুর ও ডোবায় পানি না থাকায় স্যালো মেশিন দিয়ে পুকুরে পানি দিয়ে পাট জাগ দিতে হচ্ছে। লিজ নিয়ে পাট পচাতে গিয়ে বিঘা প্রতি বাড়তি এক হাজার টাকা খরচ হচ্ছে তাদের। এছাড়া বদ্ধ পানিতে কাঁদামাটি দিয়ে পাট জাগ দেয়ার কারণে পাটের রং কালো হওয়ায় কাঙ্খিত মূল্য পাচ্ছে না কৃষকরা। উত্তর ও দক্ষিণ বঙ্গের চাইতে মন প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে এখানকার পাট। এবার মেহেরপুর জেলায় ২৭ হাজার ৫শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গেল বারের তুলনায় বেশী চাষ হয়েছে ৪ হাজার হেক্টর জমিতে। তবে পোকার আক্রমণে ফলন কম হওয়ার আশংকায় কৃষকরা।<ংঃৎড়হম> সমস্যার কথা স্বীকার করে কৃষি কমকর্তা পরামর্শ দিলেন অল্প পানিতে রিবন রেটিং পদ্ধতীতে পাট জাগ দেয়ার। তিনি জানান এরিমধ্যে কেউ কেউ শুরু করেছেন এ পদ্ধতিতে পাট জাগ দেয়া।<ংঃৎড়হম> পাট নিয়ে সমস্যা দ্রুত সমাধানে মাঠ পর্যায়ে উদ্যোগ নেবে কৃষি বিভাগ, এমনটাই চাওয়া কৃষকদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি