ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মোদির দলের সঙ্গে বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হয়েছি: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের আগস্ট মাসে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি- বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ব্যাংককে রাম মাধবের সঙ্গে বৈঠকের চেষ্টা করা হয় কিন্তু তা সম্ভব হয়নি।

ভারতীয় সাংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান মির্জা ফখরুল ইসলাম। শনিবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা হতাশ হয়েছি। এ বছরের আগস্টে আমরা বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে ব্যাংককে বৈঠকের জন্য চেষ্টা করেছিলাম; ভারতীয় পক্ষ এড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে ভারতীয় বিজিপির সঙ্গে ভালো সম্পর্ক। ২০১২ সালে আমাদের দলের প্রধান খালেদা জিয়া ভারত সফর করেন। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পরে বিজিপির কাছ থেকে তেমন কোনো সহায়তা পাওয়া যায়নি।

তথ্যসূত্র: ইনডিয়ান এক্সপ্রেস।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি