ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন বৈধ

প্রকাশিত : ১৯:০৫, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:০৫, ১২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পাশাপাশি সিম নিবন্ধনে নেয়া তথ্যাদি পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় । এছাড়া কোনো অপারেটর সিম নিবন্ধনে বিটিআরসির দেয়া নিয়মের ব্যাত্যয় ঘটালে সরকারের নিয়ম অনুযায়ি ৩শ’ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গেলো ১৪ মার্চ রুল জারি করেন হাইকোর্টের এ বেঞ্চ। রুলের শুনানি শেষে ১০ এপ্রিল এ দিন ধার্য করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি