ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মৌলভীবাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

প্রকাশিত : ১৯:০৪, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৪, ১৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পাড়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। সিলেট বিভাগের বিভিন্ন হাওড়-বাওড় ও নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির মাছ কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকে। প্রায় দুইশ’ বছরের পুরনো মৌলভীবাজারের শেরপুরের এই মাছ মেলা। হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওড় এবং কুশিয়ারা নদীসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওড় বাওড়ের মাছ নিয়ে বসেছে দুই দিনের এই মেলা। মেলায় কেউ এসেছেন মাছ কিনতে, আবার কেউ এসেছেন নতুন প্রজন্মকে দেশী মাছের সাথে পরিচয় করিয়ে দিতে। মেলা থেকে বাঘা আইড়, আইড়, রুই, কাতলা, বোয়াল, চিতলসহ নানা জাতের দেশী মাছ কিনছেন ক্রেতারা। মেলায় মিলছে এক থেকে দেড় মণ ওজনের মাছও। দাম হাঁকানো হচ্ছে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত। দেশীয় মাছ সংরক্ষণে এই মেলা ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজকরা। শনিবার শেষ হবে দুই দিনের এই মাছ মেলা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি