ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

যানজট থেকে বাঁচতে চীনে উড়ুক্কু ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ২৮ জুলাই ২০১৭

দু:সহ যানজটে জর্জরিত শহরের মানুষকে আকাশপথে বহনে ‘স্কাইট্রেন’ তৈরি করেছে চীন। ৫১০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এ ট্রেন। ইতিমধ্যে দেশটির শানদং প্রদেশে পরীক্ষামূলকভাবে স্কাইট্রেন চলতে শুরু করেছে। খবর জি নিউজের।
চীন দাবি করছে, পরীক্ষামূলক চালনা সফল হলে এই ট্রেনই হবে চীনের সব থেকে দ্রুতগতির রেলপথ। ‘স্কাইট্রেন’ চীনের বহুল প্রচলিত সাবওয়ে ট্রেনের তুলনায় তিনগুণ ভালো করতে পারবে বলে আশা করছে এর নির্মাতারা।
স্কাইট্রেনের ডিজাইনারদের দাবি, মূলত পার্বত্য অঞ্চল এবং বড় বড় শহরের যানজট জর্জরিত এলাকায় এই ট্রেন সেবা বেশ কার্যকরী হবে। এছাড়া কম খরচ এবং প্রচলিত যানবাহনের তুলনায় সহজভাবে পরিচর্যা করা যাবে।
ট্রেনটি বানিয়েছে কুইংদাও সিআরআরসি শিফাং কোং লিমিটেড। এই প্রজেক্টের টেকনিক্যাল ডিরেক্টর লিয়ু হুয়েন জানিয়েছেন, স্বল্পখরচে সব থেকে ক্ষমতাশীল যান তৈরির দিকেই আমাদের নজর ছিল। স্কাইট্রেন শব্দ নিয়ন্ত্রিত, আধুনিক অপারেটিং সিস্টেমে চলবে। উল্লেখ্য, ১৯০১ সালে স্কাইট্রেনের পরিষেবা প্রথম শুরু হয় জার্মানিতে। তারপর জাপানে।

//এর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি