ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

‘যারা হাতির পিঠে চড়ে তারা গাধার পিঠে চড়তে পারে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:২৯, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাতে জাতির জনককে হত্যা করা হয়। খুশি মোশতাক ও ফারুক- ডালিম চক্র তখন জাতির জনকের বিশ্বস্ত সহচরদের মন্ত্রীত্বের লোভ দেখায়। তখন ক্যাপ্টেন মনসুর আলী মোশতাককে মুখের উপর বলে দিয়েছিলেন, ‘যারা হাতির পিঠে চড়ে তারা গাধার পিঠে চড়তে পারে না।’

তিনি আজ বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ মনসুর আলী স্মরনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। শহীদ এম মনসুর আলীর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শহীদ এম মনসুর আলীর সন্তান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর অন্যতম সহচর ও বঙ্গবন্ধু সরকারের প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীকে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে খুন করা হয়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি