ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

যুক্তরাজ্যভিত্তিক এডুকেশন চেইন হেইলিবুরি ভালুকায় (ভিডিও)

তৌহিদুর রহমান

প্রকাশিত : ১৩:৫৮, ৪ ডিসেম্বর ২০২৩

ঢাকার অদূরে ময়মনসিংহের ভালুকায় চলছে ব্যাপক অর্থনৈতিক কর্মযজ্ঞ। দ্রুত বিকাশমান এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করে সেখানে নির্মিত হচ্ছে পাঁচ তারকা হোটেলসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। যুক্তরাজ্যভিত্তিক এডুকেশন চেইন হেইলিবুরি এসেছে ভালুকায়। হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। আর এই বিশাল বিনিয়োগ তথা অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। 

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক গতি পেয়েছে ভালুকার অর্থনৈতিক কর্মকাণ্ড। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার পর দ্রুতই বিকশিত হচ্ছে সেখানকার শিল্পায়ন। অর্থনৈতিক অঞ্চলসহ গড়ে উঠছে নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। যা দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে রাখছে অগ্রণী ভূমিকা। 

বেস্ট হোল্ডিংস, ভ্রমণ ও অবকাশ খাতের এই প্রতিষ্ঠানটি সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে ভালুকায়। গড়ে উঠছে পাঁচ তারকা হোটলে ও লাক্সারি রিসোর্ট এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। 

এরমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পাঁচ তারকা হোটেল ম্যারিয়ট ভালুকা আগামী জুনে চালু হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক হোটেল চেইন ম্যারিয়ট ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে এটি পরিচালিত হবে।  

বেস্ট হোল্ডিংস লিমিটেড চেয়ারম্যান আমিন আহমেদ বলেন, “এই চুক্তি স্বাক্ষর হয়েছে ২০২১ সালের ২২ জুন। এখন টাটার সঙ্গে কাজ করছি ক্যান্সার ইনস্টিটিউট নিয়ে।”

ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ফ্রাঞ্চাইজিতে ভালুকায় গড়ে উঠছে প্রিমিয়াম ব্র্যান্ড লাক্সারি কালেকশন রিসোর্টস।

এছাড়া যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল এজুকেশন চেইন হেইলিবুরি নিয়ে এসেছে ভালুকায়।  

শতভাগ আবাসিক এই স্কুলে শিক্ষাদান করবেন বিদেশি শিক্ষকরা। বছরে অন্তত ২ মাস হার্ভাডের শিক্ষকরা করবেন পাঠদান। ব্যয়বহুল এ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করবে দেশি-বিদেশি শিক্ষার্থীরা। 

আমিন আহমেদ বলেন, “এটি ৭ লাখ স্কয়ার ফিটের একটা এয়ারকন্ডিশন স্কুল।”

এছাড়া সাড়ে ৮শ’ একর জায়গায় প্রতিষ্ঠানটি গড়ে তুলছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভালুকা তথা দেশের অর্থনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

বেস্ট হোল্ডিংস লিমিটেড চেয়ারম্যান বলেন, “সমস্ত প্রজেক্ট মিলে বিনিয়োগ ৭ হাজার কোটি টাকা।”

সংশ্লিষ্টরা বলছেন, শিল্প ও শ্রমঘন ভালুকাকে আধুনিক ও বৈচিত্রময় করে তুলবে বিশ্বমানের এসব প্রতিষ্ঠান। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি