যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো
প্রকাশিত : ০৮:২১, ২৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩ হাজার মানুষ মারা গেছে। দেশটিতে করোনা ভাইরাসে নিশ্চিত সংক্রমণের শিকার হয়েছে ৮ লাখ ৭০ হাজার মানুষ।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বিবিসি’র খবর এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, সংখ্যার দিক থেকে অন্য সব দেশকে ছাড়িয়ে গেলেও, যুক্তরাষ্ট্রে মৃত্যুহার এখনো অনেক ইউরোপীয় দেশের তুলনায় কম। এতে এমন অনেক মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে, যা এ ভাইরাসের কারণেই কিনা তা নিশ্চিত নয়। ভাইরাসে মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে- এমন ঘটনাগুলোকেও গণনায় নেয়ায় মৃতের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বাজে পরিস্থিতি নিউইয়র্ক অঙ্গরাজ্যে। অঙ্গরাজ্যটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গেছে। অন্য দেশগুলোর ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। অধিকাংশ ক্ষেত্রে একটি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটতে দেখা গেছে।
এসএ/