ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২৬০০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১৬ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ২৬০০ জনে দাঁড়িয়েছে।

করোনায় মৃত্যুতে আগেই শীর্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮,৩২৬ জন। আক্রান্ত সর্বোচ্চ ৬ লাখ সাড়ে ৩৭ হাজার।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে বলেন, ‘পরিসংখ্যানে বোঝা যাচ্ছে, আক্রান্ত-মৃতে দেশ সর্বোচ্চ সীমা অতিক্রম করছে।’

বৃহস্পতিবার চলমান লকডাউন উঠিয়ে নেওয়ার প্রথম পরিকল্পনা ঘোষণা করবেন তিনি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বুধবার এর আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ায়। আর মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ছুঁই ছুঁই।

এদিকে করোনায় মৃতে দ্বিতীয় সর্বোচ্চস্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা ২১ হাজার ৬’শ ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার।

আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই আছে স্পেন, ১ লাখ ৮০ হাজার ৬’শ ছাড়িয়েছে। মৃতের তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি, ১৮ হাজার ৮’শ।

বাংলাদেশের প্রতিবেশী ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩’শ ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৪১২ জন।

আর বুধবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১,২৩১ জন; মৃতের সংখ্যা ৫০।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি