ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রের চেয়ে গত একদিনে বেশি মৃত্যু ব্রাজিলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ২৬ মে ২০২০

করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টার হিসাবে এই প্রথম যুক্তরাষ্ট্রের চেয়ে ব্রাজিলে বেশি মানুষের মৃত্যু হল। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, দেশটিতে গত একদিনে ৮০৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে আমেরিকায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩২ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ হিসাব অনুযায়ী বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু ২৩ হাজার ৪৭৩ জনের।

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ১৬ লাখ ৬২ হাজার ৩০২ জন। মারা গেছেন ৯৮ হাজার ২১৮ জন।

অন্যদিকে তৃতীয় স্থানে আছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ৫৩ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৩৩ জনের।

ব্রাজিল ও রাশিয়ার তুলনায় যুক্তরাজ্যে আক্রান্ত কম (২৬২,৫৪৬) হলেও ভাইরাসটিতে সেখানে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৯৯৬ জনের।

রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় ব্রাজিলের প্রশাসন চাপে আছে। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।

মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার কথা বলসোনারোকে স্মরণ করিয়ে দিলে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো মিরাকল কাজ করতে পারি না। আমাকে দিয়ে কী করাতে চান?’

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি