ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

যে যন্ত্র মনের কথা শুনে অন্যকে জানাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মনের কথা বুঝবে যন্ত্র। আর ব্যবহারকারীর মনের ইচ্ছায় সাড়াও দেবে এ যন্ত্র। সে দিন আসতে আর দেরি নেই। কারণ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষণাগারে এর কাজ শুরু হয়ে গেছে।

বোতাম চেপে যন্ত্র চালু করার দিন অনেক আগেই চলে গেছে। এখন তা করা হয় আঙুলের ছোঁয়ায়। কিন্তু সে দিন আসতে আর বেশি দেরি নেই, যখন মনের কথা বুঝবে যন্ত্র। ‘অল্টারইগো’ নামের এক যন্ত্র মানুষের মনের কথা বুঝে নির্দেশনা গ্রহণ করে।

মনে মনে বলা কথা থেকে ত্বকের স্নায়বিক পেশির নড়াচড়া থেকেই সংকেত গ্রহণ করে এ যন্ত্র। পরিধেয় এ যন্ত্রটির মাধ্যমে যেকোনো স্মার্ট যন্ত্রের নিয়ন্ত্রণ করা যাবে। এমনটাই জানিয়েছেন এমআইটির গবেষক দলের প্রধান অর্ণব কাপুর।

এ যন্ত্রটি দেখতে অনেকটা হেডসেটের মতো। এটি কানের ওপর দিক থেকে চিবুক পর্যন্ত পরতে হয়। যন্ত্রটিতে ত্বক থেকে সংকেত গ্রহণ করার চারটি ইলেকট্রোড রয়েছে। আর সেটি ব্যবহার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা তো থাকছেই।

জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষায় অল্টারইগোর সফলতা ৯২ শতাংশ।

সূত্র: দ্য গার্ডিয়ান

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি