যৌনতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং: অতঃপর ক্ষমা প্রার্থনা
প্রকাশিত : ১৩:৪৬, ৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৪৭, ৯ জানুয়ারি ২০১৯

বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ের একটি তালিকা জাপানে পুরুষদের একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিলো।তারপর থেকে সরগরম হয়ে উঠছে সবাই এবং এর জের ধরে ক্ষমাও চেয়েছে ওই ম্যাগাজিন।
কারণ ম্যাগাজিনটি যেই র্যাংকিং করেছিলো তার বিষয় ছিলো -ড্রিংকস পার্টিতে যৌনতার জন্য ছাত্রীদের রাজী করানো কতটা সহজ।
সাপ্তাহিক ওই ম্যাগাজিনে এটি প্রকাশিত হওয়ার পর চরম ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে একজন নারী একটি ক্যাম্পেইনের সূচনা করেছেন এর বিরুদ্ধে যাতে আর্টিকেলটি অবিলম্বে সরিয়ে ফেলার দাবি করা হয়েছে।
যদি ওই লেখায় একটি বিশেষ পার্টির উদাহরণ তুলে ধরা হয়েছে যেখানে যোগ দেয়ার জন্য নারীদের অর্থ দিয়ে থাকে পুরুষরা।
গত ২৫শে ডিসেম্বর সংখ্যায় বলা হয়েছে ড্রিংকস পার্টিগুলো বেশ জনপ্রিয় তরুণী শিক্ষার্থীদের মধ্যে, যারা বিশেষত কলেজ পর্যায়ের ছাত্রী।
এতে একটি অ্যাপ নির্মাতার সাক্ষাতকারও ছিলো। এই অ্যাপটি পার্টিতে যোগ দিতে ইচ্ছুকদের মধ্যে যোগাযোগে সহায়তা করে।
প্রতিবেদনে পাঁচটি কলেজের নাম উল্লেখ করা হয়েছে ও বলা হয়েছে এসব কলেজে পার্টিতে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের পাওয়া যায়।
পরে বিবৃতি দিয়ে এ ধরণের র্যাংকিং আর প্রতিবেদনের জন্য দু:খ প্রকাশ করেছে ম্যাগাজিনটি। তারা বলছে, ‘আমরা স্পর্শকাতর শব্দ ব্যবহারের জন্য দুঃখিত’।
তথ্যসূত্র: বিবিসি
এমএইচ/