ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রবিবার ঢাকাস্থ আমেরিকান দূতাবাস বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস ডে উপলক্ষে আগামী রবিবার ঢাকাস্থ আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।

প্রেসিডেন্টস ডে আমেরিকার একটি ছুটির দিন। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং আরেক অনেক বড় নেতা আব্রাহাম লিংকনের জন্মদিন এই ফেব্রূয়ারি মাসেই, যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় সপ্তাহে এবং তারই সূত্র ধরে সব প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে এই 'প্রেসিডেন্টস ডে' পালন করা হয়ে থাকে।

তবে দূতাবাস বন্ধ থাকাকালীন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে। জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি