ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রমজান মাস সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের দাম

প্রকাশিত : ১১:৫৩, ২৭ মে ২০১৬ | আপডেট: ১১:৫৩, ২৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

পর্যাপ্ত মজুদ থাকার পরেও রমজান মাস সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের দাম। ২০  শতাংশ থেকে শতভাগ পর্যন্ত বেড়েছে কোনো কোনো পণ্যের দাম। গুটি কয়েক আমদানিকারকের হাতে ভোগ্যপন্যের বাজার জিম্মি হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি বলে মনে করেন সাধারণ মানুষ ও কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন-ক্যাব নেতারা। টিসিবির তথ্য বলছে, এক মাস আগেও খুচরা বাজারে প্রতি কেজি ছোলার দাম ছিল ৬০ টাকা, যা এখন ১০০ টাকা ছাড়িয়েছে। ছোলার ডালের কেজি ৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০ টাকা। মসুর ডালের দাম ১২০ টাকা কেজি থেকে বেড়ে দাড়িয়েছে ১৫০ টাকা। প্রতিকেজি বিদেশী রসুন ১২০ টাকা থেকে বেড়ে বাজারভেদে ২২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ৪৫ টাকার চিনি হয়েছে ৬০ টাকা। রাজধানীর মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ায়ীরা বলছেন, দাম বাড়িয়েছে খোদ আমদানিকারকরাই। তবে ভোজ্য তেলসহ বাকি সব পন্যের দাম বেড়েছে খুব সামান্যই। সাধারণ মানুষের মতে ব্যবসায়ীরা রমজান এলেই পন্যের দাম বাড়ানোর নানা অজুহাত খোজেন। এদিকে টিসিবির তথ্য বলছে দেশে বর্তমানে ১৫ লাখ টন চাহিদার বিপরীতে প্রায় ১৯ লাখ টন ভোজ্য তেল, ১৪-১৫ লাখ টন চাহিদার বিপরীতে ১৮ লাখ টন চিনি, ৬০ হাজার টন চাহিদার বিপরীতে ৬৫ হাজার টন ছোলা এবং ১৫ হাজার টন চাহিদার বিপরীতে ২৭ হাজার টন খেজুর মজুদ আছে। কিন্তু এসব পন্যের আমদানি প্রক্রিয়া গুটি কয়েক ব্যবসায়ীর হাতে থাকায় এমন পরিস্থিতি বলে মত কনজুমার্স অ্যাসোসিয়েশন সভাপতির। টিসিবির অংশগ্রহন খুব সামান্য হওয়ায় বাজার ব্যবস্থায় প্রভাব ফেলতে পারেনা বলে মত এই ক্যাব নেতার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি