ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রমজান সামনে রেখে খুলনার বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম

প্রকাশিত : ১১:৫০, ৩১ মে ২০১৬ | আপডেট: ১১:৫০, ৩১ মে ২০১৬

Ekushey Television Ltd.

রমজান সামনে রেখে খুলনার বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম। বিক্রেতাদের অজুহাত, সরবরাহে ঘাটতি থাকায় দাম বাড়ানো হয়েছে। এদিকে, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। রোজার আগেই বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। পবিত্র রমজান মাস সামনে রেখে খুলনার বাজারে এরই মধ্যে বেড়ে গেছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৩৪ টাকায় বিক্রি হলেও এখন বেড়ে হয়েছে ৪৪ টাকা। দেশি রসুনের দাম প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১শ’ ৪০ টাকায়। ছোলার দাম কেজিতে ১০ টাকা, চিনি ৫ টাকা, মশুর ডাল ১০ টাকা, লবণ ৫ টাকা আর ডিমের দাম হালিতে বেড়েছে ৩ টাকা করে। পোলাও চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। বিক্রেতারা বলছেন, দাম বাড়তে পারে আরো। নিত্যপণ্যের বাজারের এমন অবস্থায় ক্ষুব্ধ ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের দাবি তাদের। তবে ব্যবসায়ীরা যেন যখন তখন দাম বাড়াতে না পারেন, সেজন্য বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানান সংশ্লিস্ট কর্মকর্তা। খুলনায় নিত্যপণ্যের মধ্যে অপরিবর্তিত আছে সয়াবিন তেল, আদা, চিড়া, মুড়ি ও শুকনো মরিচের দাম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি