ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাঙামাটির আদালতে বিচারক সংকটের কারণে সৃষ্টি হচ্ছে মামলা জট

প্রকাশিত : ১০:২৮, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:২৮, ২৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাঙামাটি জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারক সংকটের কারণে সৃষ্টি হচ্ছে মামলা জট। একইসাথে যে ক’জন বিচারক আছেন তাদের আবাসন সংকটের ফলেও ব্যাহত হচ্ছে বিচারিক কাজ। ২০০৮ সালে রাঙামাটিতে স্থাপিত হয় জেলা জজ আদালত। ২০০৩ সালে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন সংশোধন এবং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের আওতায় ২০০৮ সালে চালু করা হয় এ আদালত। প্রতিষ্ঠার পর থেকেই বিচারক স্বল্পতা, কর্মচারীদের আবাসন সমস্যা আর মামলা জট সংক্রান্ত জটিলতায় ভুগছে আদালতটি। আদালতে ৮জন বিচারকের জায়গায় কাজ করছেন ৬জন। খালি আছে, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের যুগ্ম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পদ। বর্তমানে সিভিল ও আপিল বিভাগে ৩ হাজার ৮৬১টি এবং ১ হাজার ৯৯৩টি ক্রিমিনাল মামলার জট রয়েছে বলে জানান এই কৌশলী। রাঙামাটিতে এ আদালত প্রতিষ্ঠার পর থেকেই প্রয়োজনের তুলনায় কম রয়েছে অফিস রুম ও এজলাস। দ্রুত এসব সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি