রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
প্রকাশিত : ১১:৪২, ২৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:৪২, ২৯ জানুয়ারি ২০১৭
চাঁদাবাজি বন্ধ ও ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
অবরোধের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে ওই সড়কের যান চলাচল। এর আগে দুই জেলায় সড়ক অবরোধ ডাক দিলেও পরে তা প্রত্যাহার করা হয়। গেলো সোমবার ভোরে রাঙ্গামাটির নানিয়ারচরে চাঁদা না দেয়ায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় একটি পণ্যবোঝাই ট্রাক।
আরও পড়ুন