ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজধানী থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৯:৩৯, ২৯ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর ধানমন্ডি থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী শাহিন মল্লিককে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গতকাল সোমবার (২৮ অক্টোবর)  ধানমন্ডি লেক এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়। 

জানা গেছে, রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর জামিল শেখ ও তার মেয়ে নুসরাত জাহান হত্যা মামলার প্রধান আসামী শাহীন মল্লিক। 
আসামী খুলনার দাকোপ উপজেলার কলারবগি সুতারখালি গ্রামের নিজাম উদ্দিন মল্লিকের ছেলে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
এটিইউ

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) জানায়, অনৈতিক সম্পর্কের জেরে ২০১৭ সালের ২ নভেম্বর গ্রেফতারকৃত আসামী শাহিন মল্লিকের সহায়তায় আরজিনা বেগম তার স্বামী জামিল শেখ ও মেয়ে নুসরাত জাহানকে হত্যা করে। এ ঘটনায় নিহত জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলায় আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গ্রেফতারকৃত শাহিন মল্লিককে আসামী করা হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে গত ২০২৩ সালের ১৯ জুন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ২য় আদালত আসামীদের মৃত্যুদণ্ড প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী শাহিন মল্লিক কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। 

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ০৬ আগষ্ট ২০২৪ তারিখ কাশিমপুর কারাগারে হামলা-ভাংচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে তিনি জেল থেকে পলায়ন করত আত্মগোপন করেন। 

সম্প্রতি দেশের বিভিন্ন কারাগার হতে পলায়নকারী আসামীদের গ্রেফতারের জন্য মাঠে নামে এটিইউ। এর ধারাবাহিকতায় এটিইউ কর্তৃক গোয়েন্দা নজরদারির পর শাহিন মল্লিককে গ্রেফতার করা হয়।  গ্রেফতাকৃত আসামীকে জিএমপি’র কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি