ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ২০ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৪৪, ২০ নভেম্বর ২০১৯

টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ‘মার্কেটের দোতলার ২৩৫ নম্বর ফোমের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে।’

সুপার মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুনে সেখানকার অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বুধবার (২০ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে দোতলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে দোতলা থেকে আগুন লাগার খবর পেয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোতলায় ফোম, বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। কাপড়ে আগুন ধরে যাওয়ায় দ্রুত পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে যায়।

আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি