ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে শুরু হচ্ছে বৃহত্তম আইসক্রিম ফেস্টিভাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৩:৪৯, ১৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

প্রতি বছরের মতো এবারও ইগলুর আয়োজনে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে  তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় আইসক্রিম ফেস্টিভাল শুরু হতে যাচ্ছে।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ইগলু আইসক্রিম এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এক তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল (১৯ এপ্রিল) বৃহস্পতিবার আইসক্রিম ফেস্টিভাল শুরু হবে। চলবে ২১ এপ্রিল পর্যন্ত। আইসক্রিম প্রেমীরা মাত্র ৫০০ টাকা এন্ট্রি টিকেট কিনলেই রাত ১০ পর্যন্ত উপভোগ করতে পারবে আনলিমিটেড আইসক্রিমের সঙ্গে জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, ওয়ারফেজ, আর্টসেল, মিলা, ভাইকিংস ও মিনারের লাইভ পারফর্মেন্স।

সংবাদ সম্মেলনে ইগলু আইসক্রিমের সিইও জি. এম কামরুল হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি