ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজধানীর গুলিস্থান এলাকা থেকে ২য় দিনের মতো হকার উচ্ছেদ

প্রকাশিত : ১৭:৩৪, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৩৪, ১৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুলিস্থান এলাকা থেকে হকার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে নগর ভবন ঘেরাও করে হকাররা। তবে মেয়র বলছেন, দিনের বেলায় হকার না বসার সিদ্ধান্ত যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। উচ্ছেদ করা হবে এমন খবর পেয়ে হকাররা তাদের মালপত্র সরিয়ে নিয়েছিল আগেই। তবে তাদের রেখে যাওয়া চকিগুলো ভেঙ্গে দেয় সিটি করপোরেশনের কর্মীরা। সেই সঙ্গে ফুটপাতের কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। ফুটপথ থেকে হকার উচ্ছেদ করায় খুশি সাধারণ মানুষ। তবে কয়দিন থাকবে, তা নিয়ে সন্ধিহান পথচারিরা। এদিকে উচ্ছেদের প্রতিবাদে পল্টন থেকে মিছিল নিয়ে নগর ভবন ঘেরাও করতে যায় হকাররা। বঙ্গবাজারের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা। পরে হকারদের  ৫ সদস্যের প্রতিনিধি স্মারকলিপি দিতে গেলে মেয়রের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। রাস্তা ও ফুটপথ জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার দৃঢ় অবস্থান জানান মেয়র। ফুটপথ দখল মুক্ত করার প্রয়োজনে আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন মেয়র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি