রাজধানীর বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে
প্রকাশিত : ১৪:৩১, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩১, ২০ জানুয়ারি ২০১৭
রাজধানীর বাজারে শাক-শবজিসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশী বেড়েছে চাল, তেল ও গুরোদুধের দাম। এতে ক্ষুব্ধ ক্রেতারা। তবে আমদানি কম থাকায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
শীতকাল আর বাজারে প্রচুর সবজি থাকলেও বেশ কিছু সবজিরই দামই বেড়েছে<ংঃৎড়হম> । গেলো সপ্তাহের তুলনায় দাম বেড়ে প্রতিকেজি টমেটো ৪০টাকা, বেগুন ৪০ টাকা ও ফুলকপি প্রতিটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও বড় মাছের দাম বেশী বলে অভিযোগ ক্রেতাদের। বড় গলদা চিংড়ী সাড়ে ৮শ’ টাকা, কোড়াল ৪শ’, কাতাল ৪শ’ ও আইড় মাছ প্রতিকেজি ৬০০ টাক।
আলু আর পেঁয়াজের দাম কমলেও বেড়েছে রসুনের দাম।
গেলো সপ্তাহের তুলনায় বেড়েছে তেল, চিনি, ও ডালের দাম। তবে সব থেকে বেশী বেড়েছে গুড়ো দুধের দাম। আর মিনিকেট চালের দাম বেড়েছে কেজীতে ৪ টাকা।
গরুর মাংসের দাম আগের মতোই প্রতিকেজি সাড়ে ৪শ’ ও খাসির মাংস ৭শ’ টাকা ।
আরও পড়ুন