ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজধানীর যেসব এলাকায় শুক্রবার গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১ আগস্ট ২০২৪ | আপডেট: ০৯:২৫, ২ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না।

পহেলা আগস্ট বৃহস্পতিবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানানো হয়েছে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি