ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাজধানীসহ সারাদেশে জেকে বসেছে শীত

প্রকাশিত : ১৩:৩৩, ১৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৩৪, ১৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মাঘের শুরুতেই রাজধানীসহ সারাদেশে জেকে বসেছে শীত। কনকনে হাওয়ায় কষ্টের শেষ নেই খেটে খাওয়া মানুষের। ভাসমান ও ছিন্নমূলদের অবস্থা আরো খারাপ। এদিকে আরো কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দিনের বেলার রাজধানীতে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যে নামার পর থেকেই বাড়তে থাতে শীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। ব্যস্ততম নগরীতে যাদের এতটুকু মাথা গোঁজার ঠাঁই নেই, রাত কাটাতে হয় খোলা জায়গায়, শুধু তারাই বোঝেন শীতের অনুভূতি। সমাজের এই নিচুতলার মানুষগুলোর কষ্ট ছুঁয়ে যায় না অন্যদেরকে। দরিদ্র ও ছিন্নমূল মানুষের কাছে শীতকাল নিয়ে কষ্টের হাতছানি। পথের ধারে শক্ত ক্রংকিটের উপর কোনরকম শীতের কাপড় জড়িয়ে রাত কাটানো এই শিশু-বৃদ্ধদের অহসায় অবস্থাই বলে দেয় তাদের দুর্দশার কথা। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আরো কয়েকদিন সারাদেশের কোথাও কোথাও শৈত্য প্রবাহ থাকবে। এছাড়াও মাসের শেষ দিকে মৃদু ও মাঝারি ধরণের শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি