ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রাজনীতিবিদদের বিতর্কিত যত পোশাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ২৩ জুন ২০১৮

পোশাক তো পোশাকই। কিন্তু পোশাক যখন কোনো বার্তা বহন করে তখন সেটি আর পোশাকের গণ্ডির মধ্যে থাকে না। বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ কোনো রাজনীতিক সেই পোশাক পরেন, তখন তার গুরুত্ব আরও বেড়ে যায় বহুগুণে। এমনই কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এই আয়োজন।

মেলানিয়ার জ্যাকেট ও উদ্বাস্তু শিবির:
জনমতের চাপে অভিবাসী পরিবারের শিশুদের বাবা-মা থেকে আলাদা করে রাখার নীতি থেকে বুধবারই সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তার একদিন পর মেলানিয়া ট্রাম্প টেক্সাসের একটি উদ্বাস্তু শিবিরে যান৷ সেখান থেকে ফেরার সময় তিনি যে স্পোর্টস জ্যাকেটটি পরেছিলেন, তার পেছনে লেখা ছিল, ‘আই রিয়েলি ডোন্ট কেয়ার৷’’ সমালোচকরা বলছেন, এরকম বার্তা লেখা জ্যাকেট উদ্বাস্তুদের প্রতি অবজ্ঞাই প্রকাশ করে৷

ট্রুডোর পরিবার ভারতে:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ বছরের ফেব্রুয়ারি মাসে সপরিবারে ভারত সফরে আসেন৷ সেখানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা অন্তত পাঁচটি অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরেন৷ এ ব্যাপারটির সমালোচনায় ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকই বলেন, তিনি ‘হোস্ট কান্ট্রি‘কে খুশি করতেই এরকম করেছেন৷ কেউ কেউ এটাকে ‘হাস্যকর ও বিরক্তিকর চেষ্টা’বলে আখ্যায়িত করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী:
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যখন প্রথমবারের মতো চীনে ভ্রমণ করেন, তখন তাঁর কোটের বুকে লাল পপি ফুল গোঁজা ছিল৷ ১৯ শতকে রক্তক্ষয়ী আফিম যুদ্ধের স্মরণে চীনারা পপিফুল বুকে লাগিয়ে ‘যুদ্ধবিরতি দিন’ পালন করেন৷ ক্যামেরন সেই স্মরণে পপিফুল লাগালেও, সমালোচকরা তাঁকে এক হাত নিতে ছাড়েননি৷ কারণ, যুদ্ধটা যে ব্রিটেনই করেছিল৷

জ্যাকব জুমা:
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার রাজনৈতিক নেতৃত্বের বৈশিষ্ট্য হয়ে গিয়েছিল তাঁর চামড়ার তৈরি জ্যাকেট৷ সেগুলোর দাম ছিল প্রচুর৷ আর সে কারণেই তিনি প্রচুর সমালোচিতও হয়েছেন, কেননা, তিনি তো আজীবন মেহনতি মানুষের কথাই মুখে বলে এসেছেন৷

রাণী এলিজাবেথ:
গত বছর যখন রানি এলিজাবেথ ব্রিটিশ পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন, তখন তার টুপিটি ছিল ইউরোপীয় ইউনিয়নের পতাকার মতোই ৷ ব্রিটেনে তখন ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হওয়ার ব্যাপারে তুমুল বিতর্ক চলছিল৷ রাণীর টুপি ইইউ-র পতাকার মতো হওয়ায় অনেকেই রানি ব্রিটেনের ইইউ-তে থাকার পক্ষে বলে দাবি করেছিলেন তখন৷

আবারও মেলানিয়া:
টেক্সাসে হারিকেন হার্ভেতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ তৎরতা দেখতে মেলানিয়া ট্রাম্প গিয়েছিলেন ছয় ইঞ্চি পেন্সিল হিল পরে৷ অনেকেই তখন সমালোচনা করে বলেছেন, দুর্গতদের পাশে দাঁড়াতে নয়, তিনি আসলে মডেলিং করতে গিয়েছিলেন৷

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি