ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

রাজনীতিবিদদের সহনশীল থাকার আহ্বান প্রধান বিচারপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৮ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৫:২৭, ১৮ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

রাজনীতিবিদদের একে অপরের প্রতি সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার কৃষিবিদ ইনন্সটিউিটে জাতীয় মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে। তবে রাজনীতিবিদরা পরস্পরের প্রতি শ্রদ্ধা না থাকলে ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে। 

প্রধান বিচারপতি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেমন মানবাধিকার রয়েছে। তেমনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশেরও মানবাধিকার রয়েছে।

আসামিদের পায়ে ডান্ডা-বেরি পরানোর বিষয়ে প্রধান বিচারপতি বলেন,শুধুমাত্র ভয়ংকর আসামিদের আদালতের অনুমতি নিয়ে দেয়া হয়েছে।বিনা বিচারে দীর্ঘদিন কারাবাস ও পাবনায় মানসিক রোগীদের বিষয়ে পদক্ষেপ নিতে জাতীয় মানবাধিকার কমিশনকে আহ্বানও জানান তিনি। 

রংপুর, রাজশাহী, রাঙামাটিসহ দেশের বেশ কয়েকটি জেলা থেকে কমিশনের প্যানেল আইনজীবীরা কর্মশালায় যোগ দেন। এসময় আইনজীবীরা ভুক্তভোগীর আইনী সেবা পাওয়া না পাওয়া-সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আইনজীবী হিসেবে দায়িত্ব পালনে কমিশনের সহযোগীতা না পাওয়াসহ কারাগারে কয়েদীদের খাবার, বাসস্থান নিয়েও অভিযোগ তুলে ধরেন তারা। 

অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে আইনজীবীদের অভিযোগের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষরে কাছে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি