ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

রাজবাড়ীর বাজারে মানুষের ভিড়, স্বাস্থ্যবিধি মানছে না কেউ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১২, ১৩ এপ্রিল ২০২১

রমজানের কেনাকাটা করতে রাজবাড়ীর বাজারগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। তবে স্বাস্থ্য বিধি বা দূরত্ব মেনে ক্রেতাদের চলাচল ও কেনাকাটা করতে দেখা যায়নি। অনেককে মাস্ক পড়তেও দেখা যায়নি। এতে সাধারণ মানুষের মাঝে করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বাড়ছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে রাজবাড়ীর বড় বাজার ও পাংশার বাজারগুলোতে এমন পরিস্থিতি দেখা যায়।

প্রতিদিনই রাজবাড়ীতে করোনা সংক্রমনের হার ও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। তারপরও মানুষের মাঝে করোনা সংক্রান্ত কোন ধরনের ভয় বা ভীতি পরিলক্ষিত হচ্ছে না। দেখে মনে হচ্ছে, দেশে করোনা নামে কোন কিছু নেই। স্বাভাবিক সময়ের মত মানুষ চলাচল করছে বাজারগুলোতে। শহরের রাস্তায় আগের চেয়ে বেড়েছে ছোট ছোট যানবাহনের সংখ্যা। রাস্তাঘাটে মানুষের পদচারণা ছিল চোখে পড়ার মত।

ক্রেতা বলছেন, রমাজানের কারণে তারা বাজারে কেনাকাটা করতে এসেছেন। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তাদের বাজারে আসতে হচ্ছে। বিক্রেতারা বলেন, রমাজান মাসের কারণে ক্রেতারা বাজারে এসেছেন। গত কয়েকদিনের চেয়ে আজ বাজারে সবচেয়ে বেশি ক্রেতাদের চাপ দেখা গেছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি বা মাস্ক পরলেও অনেকেই মাস্ক ছাড়া বাজারে এসেছেন। 

তবে সচেতন মহল বলেন, বাজারে মানুষের চাপ কমাতে হলে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। জনসাধারণ স্বাস্থবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানার ব্যবস্থার নিতে হবে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি