ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রাজশাহীতে শুরু হয়েছে আম পাড়া

প্রকাশিত : ১২:৪২, ২৯ মে ২০১৬ | আপডেট: ১২:৪২, ২৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

রাজশাহীতে শুরু হয়েছে প্রথম ধাপের আম পাড়া। বাগান থেকে আম পড়তে ব্যস্ত সময় কাটছে চাষি ও ব্যবসায়ীদের। তবে এবার আমের উৎপাদন কম হওয়ায় দাম কিছুটা বাড়তি। যদিও গেলো বারের মতো এবারও রাজশাহী থেকে প্রায় ৪০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানী করা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। গোপালভোগ ও গুটি আম পড়ার উপর থেকে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পর ব্যস্ত রাজশাহীর আম চাষীরা। তবে নিষেধাজ্ঞা তোলা হয়নি ক্ষীরসাপাত, লক্ষণভোগ, ল্যাংড়া, বোম্বাই, ফজলি, আম্রপালি ও আশ্বিনা আমের উপর। জুন মাসের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত পর্যায়ক্রমে এসব জাতের আম পাড়তে ও বাজারজাত করতে পারবেন চাষিরা। তবে এবার ঝড়ের কারণে কমেছে উৎপাদন। সরকারী নিষেধাজ্ঞার কারণে এবারের আম কীটনাশকমুক্ত হলেও উৎপাদন কম হওয়ায় গেলো বারের তুলনায় দামও বেশী। এদিকে গেলো বছর থেকে রাজশাহীর আম যাচ্ছে বিদেশে। এরই ধারাবাহিকতায় এবারও ৩০ থেকে ৪০ মেট্রিকটন আম সিংঙ্গাপুর ও সৌদি আরবসহ কয়েকটি দেশে রপ্তানী করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজশাহীতে এবছর ১৬ হাজার ৫১৯ হেক্টরের বাগান থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছেন কৃষি কর্মকর্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি