ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজস্ব, জাতীয় অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রাণশক্তি

প্রকাশিত : ২০:৩২, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:৩২, ২৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাজস্ব, জাতীয় অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রাণশক্তি উল্লেখ করে, সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আন্তর্জাতিক কাষ্টমস দিবস উপলক্ষে, বেনাপোল কাস্টমস হাউজ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মাহবুবুর রহমান, বিএফইউজের সভাপতি ও একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার জামাল হোসেন বক্তব্য রাখেন। বেনাপোল কাষ্টমসের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাষ্টমস এর বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তা কার্যকর উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি