ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রাতে দেশে ফিরছেন এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ শেষে আজ বুধবার (২৬ ডিসেম্বর) দেশে ফিরছেন। রাত ৯টা ৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী।

তিনি বলেন, ‘২৪ ডিসেম্বর স্যারের দেশে ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়ায় আসার তারিখ পরিবর্তন হয়েছে।’এরশাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এর আগে গত ১১ ডিসেম্বর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

গত সোমবা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই রোববার রাতে জানানো হয় তিনি ফিরছেন না।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার সঙ্গে সিঙ্গাপুর যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এরশাদের এপিএস মো. মনজুরুল ইসলাম ও সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহাব।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি