ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রানা প্লাজা মালিকের ৩ বছরের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:১৬, ২৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল না রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, রানা প্লাজার কর্ণধার সোহেল রানা, তার স্ত্রী এবং পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিস দিয়েছিল দুদক। কাশিমপুর কারাগার থেকে ২০১৫ সালের ২৬ এপ্রিল সোহেল রানা সম্পদের হিসাব বিবরণী ফরমে কোনো তথ্য না দিয়ে তা ফেরত পাঠান। এরপর ওই বছরের ২০ মে সোহেল রানার বিরুদ্ধে দুদক এ মামলা করে।

২০১৬ সালের ১ জুন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২(২) ধারায় আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় দুদক। গত ২৩ মার্চ সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদকের পক্ষে এ মামলায় আটজন সাক্ষী উপস্থাপন করা হয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ধসের ঘটনায় এক হাজার ১৭৫ জন প্রাণ হারান। পরে ২৯ এপ্রিল বেনাপোলে র‌্যাবেবের হাতে গ্রেপ্তার হন রানা।

সোহেল রানার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে এসব মামলায় তিনি কারাগারে আছেন।

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি