ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

রামপুরায় ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৩৩, ২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর রামপুরা এলাকায় ওয়ালী উর রেজা নামে এক ভুয়া চিকিৎসককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় দুটি ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানাও করা হয়। র‌্যাব জানায়, ওয়ালী উর রেজা এইচএসসি পাস।

ভুয়া আরেক চিকিৎসককে সাজা দিল র‌্যাবের ভ্রাম্যমান আদালত। রাজধানীর রামপুরার বউ বাজার এলাকায় যশোর মেডিসিন কর্নারে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিচ্ছেল ওয়ালী উর রেজা।

বেশকিছুদিন ধরে ওই ভুয়া ডাক্তারের কুষ্টিয়ার চেম্বারের উপর নজর রাখছিল র‌্যাবের একটি দল। অবশেষে রোববার মধ্যরাতে রামপুরায় অভিযানে হাতেনাতে ধরা পড়ে সে। জরিমানা করা হয় ফার্মেসিটিকেও।

ওয়ালী উর রেজার চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ জানান ভুক্তভোগিরা।

একই সময়ে শরিয়তপুর হেলথ কেয়ার সেন্টারেও অভিযান চালায় র‌্যাব। অনুমোদনহীন ওধুষ বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চিকিৎসা সেবা নিয়ে প্রতারণা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি