ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে জাপা: এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৮ সেপ্টেম্বর ২০১৮

রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা জাতীয় পার্টি (জাপা) অর্জন করেছে বলে মনে করছেন সাবেক রাষ্ট্রপতি ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির এক যৌথ সভায় তিনি বলেন, জনগণ চায় জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসুক। তাই জনগণের দাবি পূরণে ক্ষমতায় আসতে হবে।

এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। সেই লক্ষে তৃণমূলের নেতাকর্মীদের কমিটি গঠনের তাগিদ দেন তিনি।

আগামী ৬ অক্টোবরের মহাসমাবেশে দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানান এরশাদ।

এর আগে শুক্রবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন পরিদর্শনে এসে এ সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন, আমরা আর বিরোধী দলে থাকতে চাই না, এবার আমরা ক্ষমতায় যেতে চাই। সংসদে দুই নম্বর চেয়ারে বসতে চাই না বলেও জানান তিনি।

আজকের যৌথসভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ছাড়াও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি