ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

রাষ্ট্রপতি ও সিইসির সাক্ষাৎ চেয়ে বিকল্পধারার চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩০, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
অন্যদিকে সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
মঙ্গলবার বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নির্বাচন সম্পর্কে আলোচনা করার জন্য বুধবারের মধ্যে দেখা করতে চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, নির্বাচন কমিশনের সঙ্গে  শুক্রবারের মধ্যে সংলাপ চেয়ে বিকল্পধারার মহাসচিবের স্বাক্ষরে সিইসি বরাবর আজই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি