ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাষ্ট্রপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি

প্রকাশিত : ১৯:৫৮, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫৮, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তায় রাষ্ট্রপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে দলটি। সেসময় সংলাপ নিয়ে রাষ্ট্রপতির অবস্থানে সন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক যে সংকট তৈরী হয়েছে তা দলগুলোর সংলাপ ছাড়া সমাধান সম্ভব নয়। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি