রিজার্ভের অর্থ নিয়ে ফিলিপাইনের রিজাল ব্যাংক বাহাদুরি করছে: অর্থমন্ত্রী
প্রকাশিত : ১৮:০৬, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৬, ১৬ জানুয়ারি ২০১৭
বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ নিয়ে ফিলিপাইনের রিজাল ব্যাংক বাহাদুরি করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। চুরি হওয়া অর্থ নিয়ে রিজাল ব্যাংকের অবস্থানের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, টাকার মালিককে টাকা ফেরত দিতেই হবে। অর্থ উদ্ধারের পরই এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান অর্থমন্ত্রী। এর আগে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফ্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এতে বাংলাদেশে তাদের নতুন ঋণ সহায়তা ও বিনিয়োগ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন